ইয়াবাসহ মা ও ছেলেকে আটক

মুক্তবার্তা ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৪০ হাজার পাচঁশ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার রাতে উপজেলার মরিচাকান্দি এলাকায় তাদের বাড়ি থেকে আটক করা হয়।

আটকরা হলেন- মরিছাকান্দি এলাকার ঝরনা বেগম ও তার ছেলে সুমন মিয়া।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদে উপজেলায় মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ছেলেকে আটক করা হয়।

এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলেছে বলে জানান তিনি।

Related posts

Leave a Comment