মুক্তবার্তা ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার বিকালে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।a
গ্রেপ্তার দুইজন হলেন- পঞ্চবটি বউবাজার এলাকার মৃত মস্তু মিয়ার ছেলে সুজন মিয়া ও লুইন্দা গ্রামের মৃত লতিফ মোল্লার ছেলে বাচ্চু।
ভৈরব র্যাব কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পঞ্চবটি এলাকায় গোলাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে দু্ইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় সুজন মিয়ার ঘর তল্লাশি করে ৫৮৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৮০০ টাকা উদ্ধার করা হয়।