মুক্তবার্তা ডেস্ক: রংপুর সিটি করপোরেশনের (রসিক) ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট নিয়ে ভোটার এবং স্থানীয়দের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। এমন সুষ্ঠু ভোটগ্রহণে আমি সন্তুষ্ট।’
বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সামনে এই সন্তুষ্টির কথা জানান তিনি। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের নির্বাচনের পরিস্থিতি দেখেন ইসি।
নির্বাচনে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে বিএনপি যে দাবি করেছে সে ব্যাপারেও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, বিএনপির অভিযোগ সঠিক নয়। কেননা আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। গণমাধ্যমও কাজ করছে।
ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রসঙ্গে নুরুল হুদা বলেন, তাঁরা সতর্কতার সঙ্গে ইভিএম ব্যবহারের চিন্তা করেছিলেন। এখন পর্যন্ত কোনো বিচ্যুতি হয়নি। ইভিএম ব্যবহারকারী ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।