মুক্তবার্তা ডেস্ক: নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি)-কে সর্বোচ্চ আইনি ক্ষমতা প্রয়োগের তাগিদ দিয়েছেন সংবাদপত্রের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। আজ বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপের অংশ হিসেবে প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় কমিশনকে এ পরামর্শ দেন তাঁরা।
২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে ১৬ জুলাই দেড় বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে রাজনৈতিক দল, নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি, পর্যবেক্ষক ও নারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময়ের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। প্রথম ধাপে ৩১ জুলাই বিশিষ্ট নাগরিকদের পর এবার পত্রিকার সম্পাদকদের সাথে বসলো কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশন সূত্র জানায়, দুদিনের সংলাপে গণমাধ্যমের ৭১ জন প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথম দিন বুধবার ৩৮ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিককে দাওয়াত করা হলেও সাড়া দিয়েছেন ২২ জন। যাঁরা মতবিনিময়ে অংশ নিলেন, তাঁদের তাগিদ ছিল স্বাধীন ক্ষমতা প্রয়োগে কমিশন যেন অকুণ্ঠ থাকে।
সংলাপে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের মধ্যে মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, যুগান্তরের সাইফুল আলম, ভোরের কাগজের শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, আমাদের অর্থনীতির নাইমুল ইসলাম খান, বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতিরা ও সাধারণ সম্পাদকরা যোগ দেন আলোচনায়।