মুক্তবার্তা ডেস্ক: পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। আজ (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এরপর হলে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এসময় ভাইস চ্যান্সেলরের সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ। এছাড়াও পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, ছাত্র-উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, হাউস টিউটর প্রদীপ কুমার অধিকারী, মোঃ আব্দুল্লাহ আল-মাসুদ, মোঃ আনিসুর রহমান, লিটন বরণ সিকদার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। সবশেষে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল (১৮ অক্টোবর) বাদজুম্মা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এবং বাদ এশা শেখ রাসেল হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন পালিত
