মুক্তবার্তা ডেস্ক:ইসরায়েলের সঙ্গে ইসলামিক স্টেট(আইএস)’র সরাসরি যোগাযোগ রক্ষা করার কথা স্বীকার করেছেন তেল আবিবের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালুন। এমনকী ইসরাইলি সেনার ওপর গুলি চালিয়ে পরে আইএস ক্ষমা চেয়েছে বলেও জানান তিনি।
ইসরায়েলের দখলকৃত সিরিয়ার গোলান উপত্যকায় সম্প্রতি ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায় আইএস। অবশ্য দ্রুত তেল আবিবের কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়েছে আইএস। এসব কথা ঘটনাক্রমে মোশে ইয়ালুনের মুখ ফসকে বের হয়ে যায় বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।
অবশ্য এমন বক্তব্য দেয়ার পরে আর এ বিষয়ে মুখ খুলতে বা এ নিয়ে আর কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি ইয়ালুন। ২০১৩ থেকে ২০১৬ সালের মে পর্যন্ত ইসরাইলের যুদ্ধমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইয়ালুন।