মুক্তবার্তা ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৬৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর থেকে শনিবার (১৯ অক্টোবর) দুপুর পর্যন্ত নৌ পুলিশের বিভিন্ন ইউনিট এ অভিযান চালায়।
শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নৌ পুলিশ জানায়, আটকদের হেফাজত থেকে ৯৩ লাখ ২৪ হাজার ১৫০ মিটার জাল, ৪০টি নৌকা ও ৩ হাজার ৭৫৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। নিয়মিত মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে।
সারা দেশে নৌ পুলিশের ১১৬টি থানা ও কেন্দ্র রয়েছে। নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌ পুলিশ।