মুক্তবার্তা ডেস্ক:বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগের ৮তম সম্মেলন বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলনের পরই নতুন কমিটি ঘোষণা দেয়া হবে।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪৬টি আবেদন ফরম জমা পড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসেবে আব্দুর রহমান এমপি, আব্দুল হাই এমপি।
উদ্বোধন করবেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা থাকবেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে আশা করছি।