ইবি’র ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান (অনার্স) ১ম বর্ষের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’  ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ শনিবার বেলা ১টায় উপাচার্যের অফিস কক্ষে এ ফলাফল প্রকাশ করা হয়। ‘সি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এবং ওই ইউনিটের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বরাবর আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, ‘সি’ ইউনিটের সমন্বয়কারীর সদস্য অধ্যাপক ড. নসিম বানু, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. আসাদুজ্জামান, অধ্যাপক ড. মো. জুলফিকার হোসেন।

Related posts

Leave a Comment