ইবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

মুক্তবার্তা ডেস্ক:  ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিস কক্ষে এ ফল প্রকাশ করা হয়।

ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে ‘ই’ ইউনিটের ফল প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা, ‘ই’ ইউনিট সমন্বয়কারী ড. মো. শরিফুল ইসলাম, সমন্বয়কারী সদস্য প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. মো. মনজারুল আলম, মো. নজরুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে ইউনিট সমন্বয়কারী ড. মো. শরিফুল ইসলাম বলেন, ‘ই’ ইউনিটের ২০০ আসনের বিপরীতে আবেদনকারী ১৩ হাজার ২৬ জনের মধ্যে ৭,৯৭২ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিত ভর্তিচ্ছুদের মধ্যে শতকরা প্রায় ২৩ ভাগ উত্তীর্ণ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd ) থেকে ফলাফল জানা যাবে।

Related posts

Leave a Comment