মুক্তবার্তা ডেস্ক:অন্যায় প্রতিযোগিতার অভিযোগে ইতালির একটি আদালত অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন।
জানা যায়, আদালত ইতালির প্রধান ট্যাক্সি সমিতির দায়ের করা মামলার পক্ষে এই রায় দিয়েছেন। আদালত দেশটিতে উবারের বিভিন্ন অ্যাপের কার্যক্রম বন্ধে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন। এমনকি প্রচার-প্রচারণা ও উবারের বিজ্ঞাপন সরিয়ে নিতেও নির্দেশ দিয়েছে আদালত ।
রায়ে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে উবার তাদের স্মার্টফোন অ্যাপের একাধিক সংস্করণ বন্ধ করতে ব্যর্থ হলে প্রতিদিনের জন্য ১০ হাজার ইউরো জরিমানা দিতে হবে।
এর প্রেক্ষিতে উবার এক বিবৃতিতে জানায়, ‘আমরা ইতালির আদালতের সিদ্ধান্তে বিস্মিত এবং আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব।’