ইংল্যান্ড-ভারত ম্যাচে রায়নার ছক্কায় শিশু আহত

মুক্তবার্তা ডেস্ক:চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা দেখতে এসে সুরেশ রায়নার ছক্কায় আহত হল ছয় বছরের এক শিশু। ইংল্যান্ড-ভারতের শেষ টি-টোয়েন্টি ম্যাচের খেলা চলছিল তখন। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ দেখতে অনেকের মতো স্টেডিয়ামের গ্যালারিতে খেলা দেখতে এসেছিল শিশুটি।

সিরিজের শেষ ম্যাচে দর্শক ঠাসা গ্যালারিতে রায়নার ব্যাট থেকে উড়ে আসা বল আছড়ে পড়ে ছোটো শিশুটির বাম উরুতে। সঙ্গে সঙ্গে তাকে চিকিতৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিসাৎর পর বাকি ম্যাচটা দেখার জন্য বেশ জিদ ধরে সে। তাই তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় গ্যালারিতে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ছেলেটির বাম উরুতে বল এসে পড়েছিল। তাকে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার ১০ মিনিট পরেই শিশুটি জেদ ধরায় তাকে ছেড়ে দিতে বলা হয়। কারণ তার আবদারের কাছে হার মানেন চিকিৎসকরা।

চিকিৎসক চ্যান্ডি বলেছেন, ভাগ্যিস বলটা ওর মাথায় বা ঘাড়ে লাগেনি। লাগলে মারাত্মক ঘটনা ঘটতে পারত।

২০১২-র এপ্রিলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পুনে ওয়ারিয়র্সের মধ্যে আইপিএলের ম্যাচ চলাকালে ১০ বছরের এক বালিকা মুখে বল লেগে জখম হয়েছিল।

Related posts

Leave a Comment