মুক্তবার্তা ডেস্ক: আওয়ামী লীগ প্রধান বিচারপতিকেই কাঠগড়ায় তুলেছে বলে মন্তব্য করে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ষোড়শ সংশোধনীর রায়ের প্রতিশোধ নিতেই দুদককে দিয়ে তার আয়-ব্যয়ের হিসাবের তদন্ত শুরু করেছে সরকার।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় সরকারের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগও তোলেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আয়-ব্যয়ের হিসাবের তদন্ত শুরু করেছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক। ষোড়শ সংশোধীর রায় নিয়ে সব জায়গায় যখন আলোচনা-সমালোনার ঝড় উঠেছে। এই মুহুর্তে প্রতিশোধ নিতেই সরকার আয়-ব্যয়ের হিসেব তদন্ত শুরু করেছে।’