মুক্তবার্তা ডেস্ক: চট্টগ্রামের পথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহরে হামলাকারীদেরকে আওয়ামী লীগের বহিষ্কার করা উচিত ছিল বলে মনে করেন বিরোধী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করলেও মির্জা ফখরুল বলেছেন, হামলাকারীরা সবাই ক্ষমতাসীন দলেরই সদস্য।
বেগম জিয়ার সফর শুরুর দ্বিতীয় দিন চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে এ কথা বলেন বিএনপি মহাসচিব। ক্ষমতাসীন দল এই ঘটনায় দায় বিএনপির ওপর চাপাতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘যারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে তারা চিহ্নিত। তাদের নাম-ছবি গণমাধমে চলে এসেছে। তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা উচিত ছিল। আওয়ামী লীগ সন্ত্রাসীদের লালন করছে এটাই প্রমাণিত।’
‘গোটা জাতির কাছে এটা এখন পরিষ্কার যে তারা বিএনপি চেয়ারপারসনের ওপর হামলা চালিয়েছে।’
শনিবার কক্সবাজারের উদ্দেশে খালেদা জিয়ার নেতৃত্বে রওয়ানা হওয়া গাড়িবহরে হামলা হয় ফেনীতে। বিএনপি নেত্রীর গাড়ি অক্ষত থাকলেও হামলায় সাংবাদিক বহনকারী একাধিক গাড়ির কাঁচ ভাঙচুর করা হয় সেখানে। এই ঘটনার জন্য বিএনপি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে দায়ী করেছে। তবে ক্ষমতাসীন দল বলেছে, বিএনপির কোন্দলের জেরে তারাই এই ঘটনা ঘটিয়েছে।
তবে আওয়ামী লীগের এই বক্তব্যকে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা’ বলেছেন মির্জা ফখরুল। বলেছেন, ‘আমরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছি।’
হামলার নিন্দা জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘এটা কোনো কথা হলো? ত্রাণ দেয়ার জন্য যাচ্ছি। সেখানে হামলা হলো।’