আ.লীগের বিরুদ্ধে নই: এরশাদ

মুক্তবার্তা ডেস্ক:জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, ইসলামি দলগুলোসহ ৩০টি দল নিয়ে তিনি শিগগির একটি মহাজোট গঠনের ঘোষণা দেবেন। তবে এই মহাজোট করলেও তিনি ও তার জোট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিছু করবে না।

শুক্রবার ভোলার বাংলাস্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘মানুষকে নিপীড়িত করেছে, নির্যাতন করেছে, পুড়িয়ে মেরেছে এমন সরকার আমাদের প্রয়োজন নেই। আমরা চাই সে সরকার, যে সরকার জনগনের পাশে থেকে উন্নয়ন করবে।’

এরশাদ বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, ‘শেখ হাসিনার সরকার অনেক উন্নয়ন কাজ করেছে। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকলেও উন্নয়নের রাজনীতিতে আমরা আওয়ামী লীগের সাথে একমত। আমাদের উদ্দেশ্য একটাই বাংলাদেশের উন্নয়ন করা, জনগণের উন্নয়ন করা, বাংলাদেশকে সমৃদ্ধ করা। সে জন্য আগামীতে আমরা পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবো।’

Related posts

Leave a Comment