আ.লীগের জনপ্রিয়তা কমেনি: কাদের

মুক্তবার্তা ডেস্ক: সরকারি দল আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  বলেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে হারলেও সেখানে সরকারি দল আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি  । তিনি যুক্তি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগ কাউন্সিলরের দিক দিয়ে এগিয়ে। একজন দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীসহ বাকি স্বতন্ত্র প্রার্থীগুলোও আওয়ামী লীগের ছিল। সেই তুলনায় বিএনপিতো ধারে কাছেও নেই আওয়ামী লীগের। তাহলে তারা কীভাবে বলছে নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে গেছে, এমন ধারণা ভুল।’

আজ ঢাকা থেকে ফেনী যাওয়ার সময় কুমিল্লার পদুয়ার বাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
‘সারাদেশের নির্বাচন রংপুরের মতো হবে’ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘এরশাদ সাহেবের মুখ থেকে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে কোনো বিশেষ কথা শুনতে হলে আরও অপেক্ষা করতে হবে। শেষ কথা শোনার এখনো সময় আসেনি। তিনি এখন বলবেন জাতীয় পার্টি রংপুর সিটি করপোরেশনে জয়ী হয়েছেন। আমরা বলবো রংপুর ঘিরে এরশাদ সাহেবের একটু জনপ্রিয়তা আছে, এটা অনেকের ধারণা রয়েছে এবং সে ধারণা সত্যি হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বিএনপি কী এমন ইস্যু নিয়ে আন্দোলন করেছে তাদের দাবি মানার মতো? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এমন কোনো খারাপ কাজ করেনি যে ইস্যু দেখিয়ে আন্দোলন করবে। ক্ষমতা কি মামার বাড়ির আবদার নাকি যে মানুষের কাছে চাইলে দিয়ে দেবে! এখন আর মিথ্যাচারের ভাঙা ঢোল বাজিয়ে লাভ নেই।’

 

Related posts

Leave a Comment