রাজশাহী প্রতিনিধি: আয়কর দিবস-২০১৭ উপলক্ষে রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজশাহী কর ভবন থেকে এক বিশাল র্যালি বের হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কর ভবনে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমান, কর কমিশনার সুনীল কুমার সাহা, কাস্টম কমিশনার মোয়াজ্জেম হোসেন, কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার ড. ফেরদৌস আলম, রাজশাহী চেস্বারের সভাপতি মনিরুজ্জামান মনি প্রমূখ।
আয়কর দিবস-২০১৭ উপলক্ষে রাজশাহীেত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
