আড়াই লাখেই থাকছে করমুক্ত আয়ের সীমা

মুক্তবার্তা ডেস্ক:প্রস্তাবিত আগামী বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে আড়াই লাখ টাকা। বর্তমান অর্থবছরেও করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকাই থাকছে। নারী ও ৬৫ ঊর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা।

এর আগে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা দুই লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ৫০ হাজার টাকা করা হয়। গত দুই বছরে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশ বেড়ে যাওয়া সত্ত্বেও এবারো করমুক্ত আয় সীমা বাড়ানোর প্রস্তাব করেননি অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতা অনুযায়ী, সাধারণ করদাতার শ্রেণির করমুক্ত আয়সীমা দুই লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা; মুক্তিযোদ্ধাদের জন্য তা চার লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব দেয়া হয়েছে।

Related posts

Leave a Comment