আসুসের অষ্টম প্রজন্মের মাদারর্বোড বাজারে

মুক্তবার্তা ডেস্ক: গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো আসুসের জেড ৩৭০ সিরিজের অষ্টম প্রজন্মের মাদারর্বোড। এই নতুন ৩৭০ সিরিজের মাদারবোর্ডগুলো ইন্টেল এর সর্বাধুনিক অষ্টম প্রজন্মের কফি লেক প্রসেসর সার্পোট করে।

নতুন এই গেমিং মাদারর্বোডগুলোর মডেল ও মূল্য হল যথাক্রমে-আরওজি ম্যাক্সিমাস এক্স হিরো- ২৭,৫০০ টাকা, আরওজি স্টিরিক্স জেড ৩৭০-ই গেমিংয়ের ২১,৭০০ টাকা, আরওজি স্টিরিক্স জেড ৩৭০-এফ গেমিংয়ের মূল্য ১৯,৫০০ টাকা, প্রাইম জেড ৩৭০ এর  মূল্য ১৮,৩০০ টাকা, টাফ জেড ৩৭০ প্লাস গেমিং যার মূল্য ১৬,১০০ টাকা।

সম্প্রতি আইডিবি ভবন ও এলিফেন্ট রোডের কম্পিউটার সিটিতে উম্মোাচন করা হয় নতুন এই গেমিং সিরিজের মাদারবোর্ডগুলো।

Related posts

Leave a Comment