আসছে ওয়ান প্লাস ফাইভ

মুক্তবার্তা ডেস্ক:চীনের হ্যান্ডসেট কিলার ওয়ান প্লাস। প্রতিষ্ঠানটি ওয়ান প্লাস ওয়ান নামের হ্যান্ডসেট দিয়ে বাজারে প্রবেশ করে। ওয়ান প্লাসের প্রথম ফোনটিই চীনসহ সারা বিশ্বে সাড়া ফেলে। এরপর বাজারে আসে ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস মিনি এবং ওয়ান প্লাস থ্রিটি। এবার বাজারে আসছে ওয়ান প্লাস ফাইভ। ফোনটি এ বছরের গ্রীষ্মে বাজারে আসছে।

ওয়ান প্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তা পেটে লাউ জানিয়েছেন, শিগগিরই ওয়ানপ্লাস ভক্তদের জন্য চমক নিয়ে আসছে। ওয়ান প্লাস ৫ হবে বিশেষ আকর্ষণ সম্পন্ন ফোন।

তথ্য প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, এই গ্রীষ্মেই ওয়ান প্লাসের নতুন ফোন বাজারে আসবে। এটি হবে ওয়ান প্লাস ফাইভ। ফোনটি বাজারে আসলে এটি হবে ওয়ান প্লাসের চতুর্থ ফোন।

ফোনটির রিয়ারে দুইটি ক্যামেরা থাকবে। এর সম্ভাব্য দাম ঠিক করা হয়েছে ৪৯৯ ডলার।

ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর থাকবে বলে ধারণা করা হচ্ছে। এতে ৬ জিবি র‌্যাম থাকার কথা রয়েছে। ফোনটির বিল্টইন মেমোরি হবে ৬৪ জিবি এবং ১২৮ জিবি।

১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার এই ফোনটি ৫.৫ ইঞ্চি ডিসপ্লে।

Related posts

Leave a Comment