মুক্তবার্তা ডেস্ক:আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নাজমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বাইপাইল ত্রিমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম আশুলিয়ার বাইপাইল এলাকার গ্রামীণ নিটওয়্যার লিমিটেড নামে তৈরি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কবিরাজ গ্রামের আলতাব হোসেনের মেয়ে।
প্রত্যক্ষাদর্শীরা জানায়, সকালে রাস্তা পাড় সময় একটি দ্রুত গতির মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন ওই নারী শ্রমিক। এসময় সড়কের আইল্যান্ডের উপর গিয়ে পড়লে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় সে। পরে মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে আশুলিয়ার হাবিব ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক লোকমান হোসেন জানায়, প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত কারণে নাজমা নামে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ আপাতত থানায় নিয়ে রাখা হয়েছে।