আশুলিয়ায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু

মুক্তবার্তা ডেস্ক: সাভারের আশুলিয়ায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে ওই নারী রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় সাভার পরিবহনের যাত্রীবাহী দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ওই নারীর পরিচয় অনুসন্ধান করছে পুলিশ। আর ঘাতক সাভার পরিবহনের বাসটিকেও আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

Related posts

Leave a Comment