আশুলিয়ায় প্রাইম ব্যাংক শাখার ম্যানেজার নিখোঁজ

মুক্তবার্তা ডেস্ক: সাভারের আশুলিয়ায় এবিএম সাইদুল ইসলাম নামে বেসরকারি প্রাইম ব্যাংকের এক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ব্যাংকটির আশুলিয়া শাখার ম্যানেজার (অপারেশন) একেএম শামছুর রহমান আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ এবিএম সাইদুল ইসলাম প্রাইম ব্যাংক লিমিটেডের আশুলিয়ার শাখার ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

পুলিশ জানায়, জামগড়া এলাকায় অবস্থিত প্রাইম ব্যাংকের আশুলিয়া শাখার ম্যানেজার এবিএম সাইদুল ইসলাম মঙ্গলবার প্রতিদিনের মত অফিসে আসেন। দুপুরে নিজ অফিস কক্ষে মোবাইল, মানিব্যাগ ও অন্যান্য কাগজপত্র রেখে ব্যাংক থেকে নিচে বের হন তিনি। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এব্যাপারে বলেন, ব্যাংক থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ দেখে ওই কর্মকর্তা স্বেচ্ছায় আত্মগোপনে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Related posts

Leave a Comment