মুক্তবার্তা ডেস্ক: রাজধানীর দক্ষিণখানের আশকোনার সূর্যভিলায় জঙ্গিবিরোধী অভিযানের মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করায় তা পিছিয়ে আগামী ১৯ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটির প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ ইন্সপেক্টর মো. সায়েদুর রহমান প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তা দাখিলের জন্য নতুন তারিখ ঠিক করেছেন।
এর আগে মামলাটিতে গ্রেপ্তার মেজর (অব.) জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন এবং মাঈনুল ইমলাম মুছার স্ত্রী তৃষ্ণা মনি ওরফে উম্মে আয়েশা গত ৯ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দুই দফা ১৩ দিনের রিমান্ড শেষে তারা এ স্বীকারোক্তি দেন।
উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর দিবাগত রাত দুইটার দিকে আশকোনার ওই বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযানের সময় জঙ্গি নেতা সুমনের স্ত্রী শাকিরা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়। আহত হন তার শিশু সন্তান আফিয়া।
অন্যদিকে জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরী ওরফে আদর (১৪) নিজে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ওই জঙ্গি আস্তানা থেকে মোট তিনটি সুইসাইডাল ভেস্ট, ১৯টি গ্রেনেড, তিনটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, গ্রেনেড তৈরির সরঞ্জাম, কনটেইনার ও স্প্লিন্টার ছাড়াও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে।