মুক্তবার্তা ডেস্ক:বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ রাউন্ডে উরুগুয়ে এবং প্যারাগুয়ের বিপক্ষে অসাধারণ জয় পেয়েছিল ব্রাজিল। উরুগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর প্যারাগুয়েকে ঘরের মাঠে হারিয়েছে ৩-০ গোলে। সে সঙ্গে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সবার আগে খেলা নিশ্চিত করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতেই পেয়ে গেলো সেলেসাওরা। আজ প্রকাশিত ফিফা র্যাংকিং য়ে দেখা যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পেছনে হটিয়ে দিয়ে শীর্ষে উঠে এলো ব্রাজিল।
সাত বছর পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠলো লাতিন আমেরিকার পাওয়ার হাউজ দেশটি।