টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকায় ব্যাংক কর্মী আরিফুন নেছা আরিফা হত্যার আসামি তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল টাঙ্গাইলের ধনবাড়ি থেকে রবিনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. শহিদুল্লাহ।
সেখান থেকে রবিনকে ঢাকায় আনা হচ্ছে। পরে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা
গত ১৬ মার্চ সকালে কর্মস্থলে যাওয়ার জন্য সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ এলাকার বাসা থেকে বের হওয়ার সময় যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফাকে কুপিয়ে জখম করা হয়।
উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে বেলা ১২টার দিকে মারা যান আরিফা।
ওইদিন রাতেই আরিফার ভাই আব্দুল্লাহ আল আমিন বুলবুল কলাবাগান থানায় আরিফার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পরে পুলিশ পাশের একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। রবিনই যে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে ওই ভিডিও দেখে ‘অনেকটাই নিশ্চিত’ হওয়া গেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।