মুক্তবার্তা ডেস্ক: আজ বৃহস্পতিবার হজের মূল আনুষ্ঠানিকতা। হজের এ মূল অনুষ্ঠানে আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে হজের খোতবা প্রদান করা হবে।
জাবালে রহমতের পাদদেশে আরাফাত ময়দানে অনুষ্ঠিত বিশ্ব মুসলিমের মহাসম্মিলনে হজের খোতবা প্রদান করবেন নতুন খতিব সৌদি আরবের ওলামা পরিষদের সম্মানিত সদস্য, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ-এর রাজকীয় উপদেষ্টা শায়খ ড. সাআ’দ আশ-শাসরি।
১৯৮১ সাল থেকে একাধারে গত ৩৫ বছর যাবত আরাফাতের ময়দানে খোতবা প্রদানকারী সৌদি আরবের গ্রান্ড মুফতি দৃষ্টিহীন ইমাম শায়খ আবদুল আজিজ ২০১৫ সালের হজে খোতবা প্রদানের মাধ্যমে বার্ধক্যজনিত কারণে অবসর নিয়েছেন।
গতবছর (২০১৬) সে দায়িত্ব পালন করেছেন দুই পবিত্র মসজিদে খতিব শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি। এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরাফাতের ময়দানে হজের খোতবা প্রদান করার জন্য নতুন খতিব হিসেবে শায়খ ড. সাআ’দ আশ-শাসরি’কে মনোনীত করা হয়।