আরবাজ ও সানির অন্তরঙ্গ

মুক্তবার্তা ডেস্ক: ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, যেহেতু তেরা ইন্তেজার ইরোটিক সিনেমা হিসেবে প্রচার করা হয়েছে এবং এতে আরবাজ ও সানির অন্তরঙ্গ এবং রোমান্সের দৃশ্য রয়েছে, তাই কোনো ধরনের দৃশ্য বাদ পড়লে সিনেমাটির ভাববস্তু নষ্ট হয়ে যাবে।

ছবিতে অন্তরঙ্গ দৃশ্য প্রসঙ্গে সানি বলেন, ‘গান যেভাবে কোরিওগ্রাফি করা হয়, রোমান্টিক দৃশ্য অথবা যৌন দৃশ্যগুলোও ঠিক তেমনি। এগুলোও গুরুত্বপূর্ণ।’

চুম্বন দৃশ্য নিয়ে সালমান খানের আপত্তি থাকলেও এ নিয়ে আরবাজের কোনো বাঁধা নেই। এ অভিনেতা বলেন, ‘আমার সিনেমায় এমন কিছু দৃশ্য রয়েছে, যা সালমান কখনো করেননি। কিন্তু চিত্রনাট্যে যা বলা আছে তাই হয়েছে। সবকিছু সিনেমা ও চরিত্রের প্রয়োজনেই হয়েছে। এগুলো করতে আমার কোনো আপত্তি নেই।’

বর্তমানে তেরা ইন্তেজার সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সানি লিওন ও আরবাজ খান।

Related posts

Leave a Comment