মুক্তবার্তা ডেস্ক: এবারের জাতীয় লিগের প্রথম দিনেই আশরাফুল জ্বলে উঠেছেন। ঢাকা মেট্রোর হয়ে ১০৪ রানের দারুণ ইনিংস খেলে উচ্ছ্বসিত বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
তিনি বলেছেন, ‘সত্যিই খুব ভালো লাগছে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এটাই আমার প্রথম সেঞ্চুরি। গত মৌসুমে ভালো খেলতে পারিনি। তাই এই মৌসুমের শুরুতে ভালো করার প্রতিজ্ঞা করেছিলাম। প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেয়ে খুব ভালো লাগছে।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরি করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন আশরাফুল। এবারের জাতীয় লিগে তার লক্ষ্য, ‘ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই। সর্বোচ্চ রান করার কথা বলতে চাই না। সব ম্যাচেই চেষ্টা করবো রান করার। আরও বড় ইনিংস খেলতে চাই। অনেক দিন পর গত মৌসুমে আসল ক্রিকেটে ফিরেছিলাম। ফেরার পর থেকে একটু একটু করে উন্নতি করেছি। তবে বড় ইনিংস খেলতে পারিনি।’
শুক্রবার প্রথম দিনের খেলা শেষ হওয়ার মাত্র ছয় ওভার আগে কট বিহাইন্ড হয়ে ফিরতে হয় আশরাফুলকে। দিনশেষে অপরাজিত থাকতে না পারার আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘আরও লম্বা ইনিংস খেলার সুযোগ ছিল। খুব সহজেই দিনটা পার করতে পারতাম। কিন্তু দিনের শেষ দিকে আউট হয়ে গেলাম। আগামীতে এমন সুযোগ পেলে তার সদ্ব্যবহার করতে চাই। আজ যে ভুল করেছি, সেটা করতে চাই না।