আমেরিকায় ‘নির্দয়তম আঘাত’ হানতে প্রস্তুত উত্তর কোরিয়া

মুক্তবার্তা ডেস্ক:কোরীয় উপদ্বীপে চলছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপানের ত্রিদেশীয় সামরিক মহড়া। আর এ মহড়া থেকে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা চালানো হলে আমেরিকায় ‘নির্দয়তম আঘাত’ হানার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। মস্কোয় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম হিয়ং-জুন বৃহস্পতিবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী এরইমধ্যে বলে দিয়েছে, চলমান মহড়া থেকে যদি আমেরিকা সামান্যতম উস্কানিও দেয় তাহলে আমরা নির্দয়তম আঘাত হানতে প্রস্তুত রয়েছি। আমেরিকার পক্ষ থেকে যে কোনো ধরণের চ্যালেঞ্জের মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে।’

আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান গত সোমবার থেকে কোরীয় উপদ্বীপে ত্রিদেশীয় সামরিক মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে এ মহড়া চালানো হচ্ছে। কোরীয় উপদ্বীপে যে কোনো সামরিক মহড়াকে উত্তর কোরিয়া তার ওপর হামলার প্রস্তুতি বলে মনে করে।

চীন সহযোগিতা না করলে উত্তর কোরিয়াকে আমেরিকা এককভাবে শায়েস্তা করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেয়ার পর ওই সামরিক মহড়া শুরু হয়।

Related posts

Leave a Comment