মুক্তবার্তা ডেস্ক:ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানেও আমানতকারীর মৃত্যু হলে তার সঞ্চিত অর্থ পাবেন নমিনি। এক্ষেত্রে অন্য কাউকে এ অর্থ দিতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান।
তবে আমানতকারী চাইলে জীবদ্দশায় যেকোনো সময় নমিনি বাতিল করে অন্য কাউকে নমিনি করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক সার্কুলারে এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ওই সাকুলারে আরও বলা হয়েছে, নমিনি অপ্রাপ্তবয়স্ক থাকলে সেক্ষেত্রে আমানতকারীর মৃত্যুর পর সঞ্চিত অর্থ কে পাবেন, তা আমানতকারী আগেই নির্দিষ্ট করে দিতে পারবেন।
এর আগে গত ১৯ এপ্রিল ব্যাংকগুলোকে একই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।