“আমলাতন্ত্রই আমাদের বড় সমস্যা”দুদক চেয়ারম্যান

মুক্তবার্তা ডেস্ক:বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিক’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে দুদক এবং প্রেস ইনিস্টিটিউট যৌথভাবে।

দুদক চেয়ারম্যান নিজে একজন আমলা ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমলাতন্ত্রই আমাদের বড় সমস্যা। সিভিল সার্ভিস অ্যাক্ট করা হয়েছে, সরকারও চেষ্টা করেছে। কিন্তু কীভাবে যেন এটা অন্ধকার গহ্বরে চলে যায়।’

হাওরের সমস্যা নিয়ে ওয়াসার কাছে একটি প্রতিবেদন চাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মার্চে দায়িত্ব গ্রহণের পর এপ্রিলে দৈনিক আমাদের সময় পত্রিকার ভেতরের পৃষ্ঠায় হাওরের সমস্যা নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্ট ধরে আমি ওয়াসার সচিবকে এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে বললাম। ১০ কার্যদিবসে সেই প্রতিবেদনটি চাওয়া হয়। সেই রিপোর্ট এসেছে ১০ মাস পরে। যখন বন্যার নতুন পানি এসেছে। এই ১০ মাস যদি দেরি না হতো, সত্যিকার অর্থে যদি প্রতিবেদন পাওয়া যেত তাহলে এবার হয়তো এবারের বন্যা নাও হতে পারতো।’

আমলাতন্ত্রের ধীর গতির কথা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমলাতন্ত্রের এই কচ্ছপের গতি থেকে না বের হলে কোনো কাজ হবে না।’

আগামী কয়েক দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে দুদক প্রতিবেদন পেশ করবে উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, ‘ওই প্রতিবেদনে আপনারা দেখবেন, মামলার হার কমে গেছে। আমরা যথাযথ মামলা করা এবং শাস্তি নিশ্চিত করতে চেষ্টা করছি।’

আমার মিডিয়া ছাড়া কোনো বন্ধু নেই উল্লেখ করে তিনি বলেন, আমি কোথায় জবাবদিহি করব তা জানি না। আমার মনে হয়েছে আমার জবাবদিহিটা করা দরকার এই  মিডিয়ার কাছেই।’

Related posts

Leave a Comment