আমরা শঙ্কিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে: গোলাম সারওয়ার

মুক্তবার্তা ডেস্ক:  দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। এটা নিয়ে কোন আপোষ করা যাবে না। ষড়যন্ত্র চলছে, যেকোনভাবে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে তিনি একথা বলেন।

গোলাম সারওয়ার বলেন, সরকার যে উন্নয়ন করছে তা প্রচার হচ্ছে কম। জনে জনে তা প্রচার করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার পক্ষে সবার কাছে ভোট চাইতে হবে।

গোলাম সারওয়ার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে কোনো তৎসম শব্দ ব্যবহার করেননি। তিনি সহজ সরল বাংলা ব্যবহার করেছেন।

বিশিষ্ট শিক্ষাবিদ শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর নিরবচ্ছিন্ন সাধনার ফলই হচ্ছে ৭ মার্চের বক্তব্য। যে বক্তব্য শুনে রেসকোর্স ময়দানে শুধু ১০ লাখ মানুষ নয় সারা বাংলার মানুষ জীবন দিতে প্রস্তুত হয়েছিল। জয় বাংলা স্লোগানেই শক্রর ওপর ঝাপিয়ে পড়েছিল বাঙালি। বঙ্গবন্ধুর ভাষণের প্রতিটি বিষয় বিশদভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান এ শিক্ষাবিদ।

Related posts

Leave a Comment