মুক্তবার্তা ডেস্ক:আবারও জনপ্রিয় উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা নিশো চাকরি হারালেন। বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন এর প্রোগ্রাম হেড হিসেবে তিনি ছিলেন। আজ ১৭ মে তাকে চাকরি থেকে অব্যহতি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রোগ্রামের একজন কর্মী।
তিনি জানান, আজই ফারহানা নিশোকে চাকরি থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষ অব্যহতি দিয়েছে। এই মর্মে একটি পত্রও দেয়া হয় একুশে টেলিভিশনের সকল প্রধানকে। অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।
জানা যায়, অনুষ্ঠান বিভাগ প্রধান জনাব ফারহানা শবনম নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
তবে কী কারণে ফারহানা নিশোকে বরখাস্ত করা হলো সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। একুশে টেলিভিশনে যোগাযোগ করা হলে সেখান থেকে একটি সূত্র জানায়, বেশ অনেকদিন ধরেই চ্যানেলটির ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে ঝামেলা চলছিলো ফারহানা নিশোর। সেই রেশ ধরেই চাকরি থেকে তাকে বরখাস্ত করা হতে পারে।