আপনের গ্রাহকরা স্বর্ণালঙ্কার ফেরত পাচ্ছে

মুক্তবার্তা ডেস্ক:আপন জুয়েলার্সের জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণের মধ্যে গ্রাহকদের গচ্ছিত স্বর্ণালঙ্কার ফেরত দিচ্ছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। সোমবার সকাল ১০ টা থেকে স্বর্ণ ফেরত দেওয়া শুরু হয়। শুল্ক গোয়েন্দার উপপরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে পাঁচটি দল আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্রে এ গ্রাহকদের স্বর্ণ ফেরত দেয়া শুরু করে।

সোমবার আপন জুয়েলার্সের মৌচাক, গুলশান সুবাস্তু টাওয়ার, গুলশান ডিসিসি মার্কেটে, উত্তরায়, ধানমন্ডির সীমান্ত স্কয়ার শাখায় এ স্বর্ণালঙ্কার ফেরত দেওয়া শুরু হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক সাইফুর রহমান বলেন, ‘আপন জুয়েলার্সের সংশ্লিষ্ট শাখায় যেসব গ্রাহক স্বর্ণালঙ্কার মেরামত করতে দিয়েছিলেন কেবল তাদেরগুলো ফেরত দেওয়া হচ্ছে। এ স্বর্ণ আপন জুয়েলার্স ফেরত দিচ্ছে। আমরা শুধু তাদের সহায়তা করছি। পর্যবেক্ষণ করছি।’

যারা অলঙ্কার জমা দিয়েছিলেন তারা তো তা ফেরত পাচ্ছেন। কিন্তু যারা অলঙ্কার কেনার জন্য টাকা জমা দিয়েছেন তাদের কী হবে?- জানতে চাইলে সাইফুর রহমান বলেন, ‘আগামীকাল আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে শুনানির জন্য হাজির হতে বলা হয়েছে। তখনই শুনানির পর এই বিষয় সিদ্ধান্ত হবে। যারা স্বর্ণ কেনার জন্য অর্ডার দিয়েছে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

Related posts

Leave a Comment