মুক্তবার্তা ডেস্ক:আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন সম্মেলন। এতে ৩০টি দেশের দুই শতাধিক অতিথি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে হবে এই সম্মেলন।
রাজধানীর সাবেক রূপসী বাংলা হোটেলের বিটিবি সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানান এই তথ্য।
মন্ত্রী বলেন, ‘এই বৈঠকটি বিশ্ব পর্যটন সংস্থার অন্যতম বৃহৎ ইভেন্ট। তিন দিনব্যাপী এই ইভেন্টে কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিএপি) ভুক্ত ২১টি ও কমিশন ফর সাউথ এশিয়া (সিএসএ) ভুক্ত নয়টি দেশ থেকে মন্ত্রী, সচিব ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার অংশগ্রহণ করবেন।’
রাশেদ খান মেনন বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পাবে। এই বৈঠকে আরও বক্তব্য দেবেন জয়েন্ট কমিশন মিটিং অব UNWTO এর মহাসচিব ড. তালেব রিফাই।’