আনুশকার ছবি দিয়ে বিরাটের চমক

মুক্তবার্তা ডেস্ক:বিরাট কোহলি কিংবা আনুশকা, তাদের কেউ সম্পর্ক নিয়ে কথা বলতে না চাইলেও এবার খোলাশা করেছেন একজন। স্বীকৃতি কিংবা স্বীকার যাই বলেন, সেটা করে দেখালেন ইনস্টাগ্রামের ছবি পরিবর্তন করে।

আনুশকা ও নিজের একটি ঘনিষ্ট ছবি শেয়ার দিলেন ইনস্টাগ্রামে। কিছু দিন আগে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে সম্পর্কের কথা অফিসিয়ালি জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ক্যাপশনে লিখেছিলেন ‘ইটস অফিসিয়াল’।

এরপর নারী দিবসেও আনুশকার উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিরাট। সম্প্রতি বিরাট কাঁধে চোট পাওয়ায় তাকে দেখতে বেঙ্গালুরুতেও গিয়েছিলেন আনুশকা। এবার আরো নতুন চমক।

ইনস্টাগ্রামের প্রোফাইলে দু’জনের একসঙ্গে ছবি দিয়ে আরো একবার বিরাট বোঝালেন সত্যিই ‘ইটস অফিসিয়াল’। সাদা-কালোয় তাদের এই ছবি দেখে খুশি বিরাট-ভক্তরা।

Related posts

Leave a Comment