আত্মত্যাগী প্রেমিকার চরিত্রে ভাবনা

মুক্তবার্তা ডেস্ক: মানুষটিকে জীবন দিয়ে ভালোবাসেন নাট্যজগতের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কিন্তু মা-বাবার কথা রাখতে দীর্ঘদিনের সেই ভালোবাসাকে বিসর্জন দেন নায়িকা। ত্যাগী প্রেমিকা ভাবনা বিয়ে করেন মা-বাবার পছন্দের পাত্রকে।

কিন্তু অপেক্ষায় থাকেন ভাবনার প্রেমিক। যে ভাবনা তাকে এতো ভালোবেসেছিল সেই ভালোবাসাকে উপেক্ষা করে সে ধরতে পারে না অন্য কারো হাত। অবশেষে দীর্ঘ ৩০ বছর পর আবার দেখা হয় তাদের। যখন ভাবনার স্বামী বেঁচে নেই।

উপরের গল্প পড়ে অনেকেই টাশকি খেতে পারেন। কিন্তু না দর্শক, এটা ভাবনার রিয়েল লাইফের কোনো গল্প বা ঘটনা নয়, রিল লাইফের। ‘জলফুল’ নামের একটি টেলিফিল্মে এমন চরিত্রেই দেখা যাবে ‘ভয়ংকর সুন্দরী’ ছবির নায়িকা ভাবনাকে।

টেলিফিল্মটিতে ৫০ বছরের বৃদ্ধার ভূমিকায় অভিনয় করবেন তিনি। যার চেহারায় নেই কোনো গ্লামার। চুলগুলোও পেকে উঠেছে। সব মিলিয়ে সাদাসিধে এক নারী। ‘জলফুল’ এ ভাবনার চরিত্রটির নাম সুখ।

এ চরিত্রটি সম্পর্কে ভাবনা বলেন, ‘নতুন একটা অভিজ্ঞতা হলো। একই চিত্রনাট্যে নিজেকে ২০ ও ৫০ বছর বয়সী চরিত্রে তুলে ধরেছি।’

‘জলফুল’ রচনা ও পরিচালনা করেছেন বিসমিল্লাহ খান। সম্প্রতি শুটিং হয়েছে আখাউড়া জংশনে। টেলিফিল্মটিতে ভাবনার প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন মীর রাব্বি। খুব শিগগিরই একটা বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে টেলিফিল্মটি।

Related posts

Leave a Comment