মুক্তবার্তা ডেস্ক:সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ পঞ্চম দিনের মতো অপরেশন টোয়াইলাইট চলছে। বর্তমানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা জঙ্গিদের ছড়িয়ে-ছিটিয়ে রাখা বিস্ফোরক অপসারণ করছেন।
পাশাপাশি দুই জঙ্গির মরদেহে বেধে রাখা সুইসাইডাল ভেস্ট অপসারণ করে মরদেহ বের করার চেষ্টা করছেন কমান্ডোরা। গুলি ও বিস্ফোরণের বিকট শব্দ না থাকায় এলাকাবাসীর মনে কিছুটা হলেও স্বস্তি ফিরছে।
শিববাড়ি এলাকার বাসিন্দা আজ বলেন, গোলাগুলি বা বিস্ফোরণের শব্দ না থাকায় এবং জঙ্গিদের সকলকে কমান্ডোরা হত্যা করায় স্থানীয়দের মনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। তবে অভিযান চলাকালে বিদ্যুৎ ও গ্যাস না থাকায় এলাকাবাসী চরম কষ্টের মধ্যে রয়েছেন।
এদিকে শনিবার রাত ১২টা ১মিনিট থেকে শিববাড়ি এলাকার তিন কিলোমিটার জুড়ে জারি করা ১৪৪ এখনো বলবৎ রয়েছে। ফলে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। গণমাধ্যম কর্মীসহ কাউকেই অভিযান স্থলের কাছে যাওয়ার অনুমতি দিচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর এসব কারণে অপারেশন টোয়াইলাইট বা গোধূলী সম্পর্কে খুব বেশি তথ্যও জানা যাচ্ছে না।
সোমবার রাতে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনীর গোয়েন্দা পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, সেনাবাহিনীর কমান্ডোদের অভিযানে এক নারীসহ চার জঙ্গি নিহত হয়েছে। আতিয়া মহলে আর কোনো জীবিত জঙ্গি নেই। তবে বিস্ফোরক অপসারণে কাজ করতে অভিযান অব্যাহত থাকবে।