মুক্তবার্তা ডেস্ক:তথ্য গোপনের মামলা প্রতিবন্ধকতা ছাড়া পরিচালনার জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে আট সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। আদালত জোবায়দাকে আট সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে বলে দুদকের আইনজীবী জানালেও জোবায়দার আইনজীবী জানান, আত্মসমর্পণের বিষয়টি সত্য নয়।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
জোবায়দা রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, আদালত জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।