মুক্তবার্তা ডেস্ক: নড়াইল-যশোর-খুলনাসহ জেলার আট রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন অফিসগামী, স্কুল-কলেজগামী শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ যাত্রীসাধারণ।
নড়াইল জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্যা (৪৮) এবং যশোর-নড়াইল সড়কের লাইন সম্পাদক বাবুল মোল্যার (৫২) ওপর হামলার প্রতিবাদে সোমবার বিকেল থেকেই এ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়।
নড়াইল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, মহাসড়কে ইজিবাইক, নসিমন-করিমনসহ তিন চাকার গাড়ি চলাচলে বাঁধা দেয়ার অভিযোগে সোমবার দুপুরে নড়াইল-যশোর সড়কের সীমাখালী-মালিবাগ মোড়ে কয়েকজন দুর্বৃত্ত আব্দুর রশিদ ও বাবুল মোল্যার ওপর হামলা চালায়। পরে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ হামলার প্রতিবাদে মালিক সমিতির কার্যালয়ে সোমবার সন্ধ্যায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক বলেন, তিনচাকার গাড়ি চলাচলে বাধা দেয়ায় নড়াইল-যশোর সড়কের সীমাখালী-মালিবাগ মোড়ে কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়।
তিনি আরো জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে যথাযথ বিচার না করা পর্যন্ত আমাদের এ ধর্মঘট চলবে।