আট দিনের মধ্যে যে কোনো সময় মুফতি হান্নানের ফাঁসি কার্যকর

মুক্তবার্তা ডেস্ক:আগামী আট দিনের মধ্যে যে কোনো সময় জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  তিনি জানান, আগামী মঙ্গলবার থেকে ১৭ এপ্রিল সোমবারের মধ্যে যে কোনো সময় এই দণ্ড কার্যকর করা হবে।

রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘গতকাল (শনিবার) মুফতি হান্নানের ক্ষমার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি। ফলে তার ফাঁসি কার্করে আর আইনি বাধা নেই। এখন কারাবিধি অনুযায়ী তার ফাঁসির রায় যেকোনো সময় কার্যকর করা হবে।’

Related posts

Leave a Comment