মুক্তবার্তা ডেস্ক: আজ মরমী সাধক হাসনরাজার ১৬৩তম জন্মদিন। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর তিনি জন্মেছিলেন সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে। মরমী এই সাধকের জন্ম-মৃত্যুতে এবার সরকারী পর্যায়ে সুনামগঞ্জে নেই কোন আয়োজন। পারিবারিকভাবেও কোনো অনুষ্ঠানের আয়োজন হয়নি এ বছর।
হাসন রাজার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় উঠে এসেছে মানবতার চিরন্তন বাণী। মরমী কথামালায় তিনি সকল ধর্মের বিভেদ অতিক্রম করে গেয়েছেন মাটি ও মানুষের গান।
বিশ্বকবি রবি ঠাকুরও ১৯২৫ সালে কলকাতায় এবং ১৯৩৩ সালে লন্ডনে বক্তৃতায় হাসন রাজার দুটি গানের প্রশংসা করেছিলেন। অথচ প্রখ্যাত এই মরমী সাধকের জীবন-দর্শন ও গানের চর্চা এখনো হয় না প্রাতিষ্ঠানিকভাবে।
হাসনরাজার ব্যবহৃত অনেক কিছুই তার বাড়িতে ছোট্ট একটি জাদুঘরে রাখা হয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন এ জাদুঘর দেখতে।
হাসনরাজার জন্মদিনে তার সুনামধন্য সুনামগঞ্জেও নেই কোন আয়োজন।
তবে হাসনরাজা ট্রাষ্টের কর্মকর্তা জানালেন জন্ম ও মৃত্যুদিন একসঙ্গে পালন করা হবে জানুয়ারিতে।
১৯২২ সালের ৬ ডিসেম্বর অদেখালোকে যাত্রা করেন হাসন রাজা। তার জনপ্রিয় অনেক গান ব্যবহার করা হয়েছে চলচ্চিত্রেও।
আজ হাসনরাজার ১৬৩ তম জন্মদিন
