আজ যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

মুক্তবার্তা ডেস্কঃ এশীয় সেরা হওয়ার লক্ষ্যে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৩০ মিনিটে দুবাই ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

ছন্দে থাকা ভারতের মূল শক্তি তাদের ব্যাটিং লাইনআপ। সেদিক থেকে অনেক অনেক পিছিয়ে বাংলাদেশ। টপ ওর্ডারের ব্যর্থতা কাটছে না অনেকদিন থেকেই। এতদিন শুধু তামিমের সঙ্গী খোঁজায় ব্যস্ত ছিল বাংলাদেশ। কিন্তু এখন তামিম ইনজুরিতে পড়ায় ওপেনিংয়ে বাংলাদেশের দুর্বলতা কিছুতেই কাটছে না।

এশিয়া কাপের মাঝ পথে কোনো উপায় না পেয়ে দুবাই উড়িয়ে আনা হয়েছিল সৌম্য-ইমরুলকে। প্রথম দিনে ছয়ে নামানো ইমরুল কায়েস ভালো ছন্দে থাকলেও পরের দিন তিনিও ছন্দহীন। আর নির্বাচকদের আস্থায় বারবার জল ঢালছেন সৌম্য সরকার। শান্তর খারাপ খেলার কারণে সুযোগ পাওয়া এই ক্রিকেটার কোনো ভাবেই ফর্মে ফিরতে পারছেন না। ভারতের বিপক্ষে আজকের ম্যাচটিই পরবর্তীতে দলে তার অবস্থান বলে দিবে। কারণ ভারতের বিপক্ষেও ব্যর্থ হলে আবারও জায়গা হারাবেন এই ক্রিকেটার।

যেহেতু বড় ম্যাচের আগে একাদশে তেমন কোনো পরিবর্তন আসে না। সেহেতু আজও একাদশে কোনো পরিবর্তনের সুযোগ নেই। তবে যদি মমিনুলের পরিবর্তন ভাবা হয়। সেক্ষেত্রে তার জায়গায় দেখা যাবে আরফুল হককে।

ফেস আক্রমণে মাশরাফির সঙ্গে থাকবেন মোস্তাফিজ-রুবেল। স্পিনে মিরাজের সঙ্গে সঙ্গ দিবেন সৌম্য-রিয়াদ। আর ওপেনিংয়ে লিটনের সঙ্গে সৌম্যকেই রাখার সম্ভবনা বেশি। যদি তাকে ওয়ান ডাউনে নামানো হয় তাহলে ছয় থেকে ওপেনিংয়ে নিয়ে আসা হতে পারে ইমরুলকে। শেষ পর্যন্ত একাদশে কি হয় সেটাই দেখার অপেক্ষা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক/আরিফুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ,  মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

Related posts

Leave a Comment