মুক্তবার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের জন্মদিন আজ (২৭ সেপ্টেম্বর)। ১৯৫২ সালের এই দিনে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার শৈশবের বেশ কিছু সময় কাটে নানাবাড়ি ফেনী জেলার সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।মেয়র আনিসুল হক ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা মানুষ। বহুমাত্রিক জীবন তার। যখন যেখানেই গিয়েছেন, উজ্জ্বল করেছেন, উজ্জীবিত করেছেন চারপাশের সবাইকে। আশির দশকে টেলিভিশনের পর্দায় তার উপস্থিতি আর অনুষ্ঠানে তার আনা ভিন্নতা টিভিতে এনেছিল নতুন রূপ। অসুস্থ শিল্পীদের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি। এরপর দেশকে আরও বেশি কিছু দিতে তিনি যে ব্যবসা প্রতিষ্ঠান (মোহাম্মদী গ্রুপ) শুরু করেছিলেন এখন তা দেশের প্রথম সারিতে। দেশে-বিদেশে আন্তর্জাতিক বাণিজ্যিক আসরে করেছেন দেশের প্রতিনিধিত্ব। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্ব দিয়েছেন আনিসুল হক। সার্ক চেম্বারের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে বিজিএমই’র সভাপতিও ছিলেন তিনি ২০১৫ সালে এসে ঢাকা উত্তরের নগরপিতা নির্বাচিত হন। দিনরাত পরিশ্রম করে গেছেন তার প্রাণের এ শহরকে বাসযোগ্য করতে। তার নেয়া ‘সবুজ ঢাকা’ প্রকল্প ইট-পাথরের এই নগরীকে দিয়েছে নতুন প্রাণ। নগরের স্বার্থে কোনো অন্যায়ের সঙ্গে সমঝোতা করেননি সাবেক এই নগরপিতা। তিনিই দেখিয়ে দিয়ে গেছেন, ঢাকাকে তিলোত্তমা করা অসম্ভব কিছু নয়। ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ (সেরিব্রাল ভাস্কুলাইটিস) ধরা পড়ে। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হয়। এক পর্যয়ে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় ও লাইফ সাপোর্টে রাখা হয়।
আজ মেয়র আনিসুল হকের জন্মদিন
