মুক্তবার্তা ডেস্ক: বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী কিংস। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। সরাসরি দেখবে মাছরাঙা ও গাজী টিভি।
রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন খুলনা টাইটানস। ফলে দুইয়ে নেমে গেছে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। কুমিল্লার পয়েন্ট ৬ ম্যাচে ১০। রাজশাহী কিংস আছে সবার শেষে। ৭ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেয়েছে দলটি।
৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। ছয়ে আছে মিসবাহ-বিজয়দের দল চিটাগং ভাইকিংস। ৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।