আজ মুক্তি পাচ্ছে ‘বাদশাও’

মুক্তবার্তা ডেস্ক:আজ ১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অজয় দেবগন ও ইলিয়েনা ডি ক্রুজ অভিনীত ‘বাদশাও’ সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন মিলন লুথারিয়া। গল্প লিখেছেন রজত অরোরা। ছবির কাহিনীতে দেখা যাবে, ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি হয়েছে। তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই দাঙ্গা-হাঙ্গামার মধ্যেও ছয়জন দেখতে পায় তাদের বড়লোক হওয়ার সম্ভাবনা এবং কাজ শেষে উধাও হয়ে যাওয়ার সুযোগ।

সে সুযোগকে কাজে লাগিয়ে এই ছয়জনকে দেখা যাবে স্বর্ণভর্তি একটি ট্রাক লুট করতে। আর এই ট্রাক লুট করার জন্য তাদের মোকাবিলা করতে হবে সশস্ত্র বাহিনীর সঙ্গে। যাদের পাহারায় প্রায় ৬০০ কিলোমিটার রাস্তা ধরে এই স্বর্ণভর্তি ট্রাক নিয়ে যাওয়া হবে। এ কাহিনী নিয়েই ‘বাদশাও’য়ের গল্প।

ছবির গানগুলো সম্পাদনা করেছেন অঙ্কিত তিওয়ারি। ছবিতে ‘রাসকে কোমর’, ‘সোচা না’ ও ‘পিয়া মোরে’ গানগুলো এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া ছবির ‘পিয়া মোরে’ গানটির সঙ্গে তাল মিলিয়েছেন বেবি ডলখ্যাত সানি লিওন ও ইমরান হাসমি।

Related posts

Leave a Comment