আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

মুক্তবার্তা ডেস্ক:আজ বুধবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ‘ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি : শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের দিবসটি।

দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আজ সকাল সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতে সরকারকে জনগণের সঙ্গে যোগাযোগ কার্যকরভাবে বৃদ্ধি, গণমাধ্যমের জন্য সহায়ক আইনি পরিবেশ নিশ্চিত করা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে গণমাধ্যমকে সর্বদা সজাগ থাকতে হবে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সকল গণমাধ্যমকর্মী, গবেষক ও উদ্যোক্তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Related posts

Leave a Comment