মুক্তবার্তা ডেস্ক: আজ পবিত্র আখেরি চাহার সোম্বা। আরবি সফর মাসের শেষ বুধবার। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা:) জীবদ্দশায় এ দিন অসুস্থতা কাটিয়ে শেষবারের মতো সুস্থবোধ করলে সাহাবায়ে কেরাম (রা:) আনন্দিত হন। অনেকে দান খয়রাত করেন।
সেই থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ নফল এবাদত বন্দেগী এবং দান খয়রাতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুধবার সন্ধ্যায়, বাদ মাগরিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে ওয়াজ করবেন ঢাকার নারিন্দার দারুল উলুম আহছানিয়া মাদরাসার প্রিন্সিপাল হজরত মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজল।