মুক্তবার্তা ডেস্ক:দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ঈদ উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট আজ থেকে পাওয়া যাচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনালের কাউন্টার থেকে ভিআইপি এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। লঞ্চের অগ্রিম টিকিটের ক্ষেত্রে নির্ধারিত ভাড়া নেয়া হবে।
গত রবিবার ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল মিলনায়তনে এক সমন্বয় সভায় জানানো হয়, ঈদ উপলক্ষে ২০ জুন থেকে নিয়মিত লঞ্চের পাশাপশি বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। ১৫ জুন সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
সভায় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, গতবারের মতো এবারও সদরঘাটে প্রত্যেক লঞ্চের বুথ থেকে ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। এ ছাড়া অগ্রিম টিকিটের ক্ষেত্রে নির্ধারিত ভাড়াই নেয়া হবে।